ঈমান বৃদ্ধিকারী কয়েকটি তত্ত্ব-৩
ঈমান বৃদ্ধিকারী কয়েকটি তত্ত্ব-৩ ৬ . তাঁকে তাজিম করো "يا ايها الذين امنوا صلوا عليه" اي عظموا شأنه عاطفين عليه فانكم اولى بذالك . অর্থ : হে ঈমানদারগণ ! তোমরাও হৃদয়ের পরম শ্রদ্ধা - আগ্রহ ও আন্তরিক মহব্বতের সাথে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামকে সম্মান করো - তাজিম করো । তোমাদের জন্যই এটা সর্বাধিক আবশ্যক । "صلوا عليه" ( সল্লু আলাইহির) পূর্বোক্ত প্যারায় বর্ণিত এ অর্থ তখনই গ্রহণ করতে হয় যদি এর আগে ৫নং অনুচ্ছেদ : “ আল্লাহ তায়ালা সালাত অবতীর্ণ করা দ্বারা কী উদ্দেশ্য ”- শিরোনামে প্রদত্ত দুটি অর্থের প্রথম অর্থ - আল্লাহ তায়ালার সালাতের উদ্দেশ্য নবীয়ে কা রী ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের প্রশংসা করেন - তাজিম প্রকাশ করেন এই অর্থ গ্রহণ করা হয় । একই অর্থ “ সল্লু ”- তেও প্রযোজ্য হে ঈমানদারগণ ! তোমরাও তাজিম প্রকাশ করো । এই তাফসীরের আলোকে “ সল্লু আলাইহি ” মুমিনদের উদ্দেশ্য করে কৃত এই আদেশের অর্থ এই নয় যে , তোমরা কেবল اللهم صل على النبي বলে দুরুদ প...