সব সমস্যার সমাধান
সব সমস্যার সমাধান
আল্লাহর রহমত যদি এসে যায় সব সমস্যাই সমাধান হয়ে যায়। শায়েখ আবুল হাসান শাজেলী
রহ. একদা জঙ্গলে ছিলেন। হঠাৎ হিংস্রপ্রাণীর সম্মুখীন হয়ে পড়েন। নিশ্চিত জীবন নাশের
আশঙ্কা। শাজেলী রহ. সাথে সাথে হজরত আকায়ে মাদানী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ শরীফ পাঠ করা শুরু করলেন। তিনি চিন্তা
করলেন— যে দুরুদ শরীফ পড়ে
তার ওপর আল্লাহ তায়ালা রহমত বর্ষণ করতে থাকেন আর যার ওপর আল্লাহ তায়ালার রহমত আসতে থাকে তার সকল সমস্যা
সমাধান হয়ে যায়। সব বিপদ দূর হয়ে যায়। বাস্তবেও তাই হলো। হিংস্রপ্রাণীগুলো তাকে
কিছুই করলো না। ওহে চারিপাশে হিংস্রতায় আবদ্ধ মুসলমান! দুরুদ শরীফ দ্বারা ফয়েজ হাসিলের
চেষ্টা করো। আল্লাহর রহমত গ্রহণ করো। আল্লাহ তায়ালার ওপর নেক ধারণা পোষণ করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন