আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়াবারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়াবারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
اللهم صل وسلم و بارك على سيدنا محمد
লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। যার ঘামে মিশকের চেয়ে অধিক সুঘ্রাণ ছিল... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার হাতে গাছের শুকনো ডাল জিহাদের তলোয়ার হয়ে গিয়েছিল... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি রাতের আঁধারেও দিনের আলোর ন্যায় দেখতেন... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যিনি রক্তঝরা জখম নিয়েই ওহুদের যুদ্ধ থেকে হামরাউল আসাদ যুদ্ধে রওয়ানা করেছিলেন... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার থুথু মোবারক লবণাক্ত পানিকে মিষ্টি পানিতে পরিণত করে দিত... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি হোদাইবিয়ায় একটি গাছের নিচে নিজ সাহাবায়ে কেরাম রাদি.-এর নিকট মউত ও জিহাদের বাইয়াত নিয়েছিলেন... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার শিশুকালে চাঁদ তাঁর দোলনায় এসে কথা বলত... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি প্রচণ্ড লড়াইয়ে তুমুল সংঘর্ষে সকলের অগ্রে থেকে লড়াই করতেন... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি রূহজগতে সকলের পূর্বে সৃষ্ট... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি বাষট্টি বছর বয়সে তাবুকের মত কষ্টকর দীর্ঘ সফর করেছেন... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি জিহাদে বারবার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করতেন... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কন্যা সাইয়্যেদাহ ফাতেমা রাদি. যখন পুলসিরাত পার হবেন তখন সমগ্র হাশরবাসীকে বলা হবে তোমরা তোমাদের চোখ বন্ধ কর... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি জিহাদ করে মক্কা বিজয় করেছেন এবং বাইতুল্লাহ শরীফকে মূর্তি থেকে পাক করেছেন... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে হাশরের ময়দানে বোরাকে আরোহণ করিয়ে আনা হবে... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ইরশাদ করেছেন “কিয়ামত অবধি জিহাদ চালু থাকবে। কোন জালেমের জুলুম বা কোন ইনসাফগারের ইনসাফ জিহাদকে বন্ধ করতে পারবে না”... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার বরকতে আমরা জুমা মোবারক লাভ করেছি... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ওপর দুরুদ ও সালাম পাঠের জন্যই এ বসুন্ধরায় এত সুন্দরের আয়োজন... তাঁর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া আল্লাহ! আপনার কুদরতি কদমে শোকরানা সুজুদ, আপনি আমাদেরকে তাঁর উম্মত করেছেন। তাঁর গোলামীর মুকুট আমাদের মাথায় পরিয়েছেন। আমাদের মত এই ক্ষুদ্রতরদেরকে তাঁর মত মহানতমের আশেক হওয়ার সুযোগ দান করেছেন।
صلى الله عليه و سلم
صلى الله عليه و سلم
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন