অনুপস্থিতি সত্ত্বেও উপস্থিতির স্বর্গীয় স্বাদ

 অনুপস্থিতি সত্ত্বেও উপস্থিতির স্বর্গীয় স্বাদ

আল্লাহ তায়ালা আমাদেরকে একিন-দৃঢ়বিশ্বাসের মহান সম্পদ দান করুন আল্লাহ তায়ালা আমাদেরকে হুকুম করেছেন, যেন আমরা হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমাদের সালাম ফেরেশতাদের মাধ্যমে আমার নিকট পৌঁছানো হয়, আমি তোমাদের সালামের উত্তর প্রদান করি, আল্লাহ তায়ালা সালাম পাঠকারীর ওপর দশটি সালাম নাজিল করেন

একজন মুসলমানের এই প্রতিটি কথার ওপর একিন-দৃঢ়বিশ্বাস থাকতে হবে প্রত্যেক মুসলমানের অন্তরে     لا اله الا الله এরপর محمد رسول الله বদ্ধমূল হতে হবে এই উভয় অংশ মিলিত হলেই ঈমান হাসিল হবে ইসলাম স্বার্থক হবে এই উভয় অংশের ওপর ঈমান ইসলাম নির্ভরশীল বিষয়টি বুঝলেই সালামের গুরুত্ব আবশ্যকীয়তা সহজে বুঝতে পারবেন

السلام عليه ايها النبي و رحمة الله و بركاته

হজরত আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত (তিনি আখেরী রসুল কথার দৃঢ় বিশ্বাস) মুহাব্বত আমাদের অন্তরে প্রোথিত এবং আমাদের সালামও তাঁর নিকট পৌঁছে এই যখন বাস্তবতা; আমরা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম মহব্বতকে নিজের সামনে অনুভব করি আর সম্বোধন পদের শব্দ ব্যবহার করে সালাম পেশ করি :-  

السلام عليه ايها النبي و رحمة الله و بركاته

এমন অনুভবের জগতে হৃদয়ে জাগ্রত ব্যক্তিত্বের প্রতি তাজিম মহব্বতের আধিক্যে কল্পনার এই উপস্থিতিকে বলা হয় শ্রদ্ধায়-বিনয়ে-ভালোবাসা-সম্মানে আত্মনিবেদিত হওয়া অনুপস্থিতি সত্ত্বেও উপস্থিতির অনুরূপ এক স্বর্গীয় স্বাদ অনুভব করা যা শুধুই অনুভব করা যায়; ভাষায় প্রকাশ করা যায় না সব জায়গায় সদা বিদ্যমান থাকা-হাজিরনাজির হওয়া এটা তো একমাত্র একমাত্র আল্লাহ তায়ালার শান হাজির নাজির তিনি শুধুই আল্লাহ তায়ালা তিনি ব্যতীত কারো পক্ষেই এটা সম্ভবই নয় আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কোন শ্রদ্ধেয় সম্মানী সত্তাকে হাজির নাজির মনে করা এটা মূলত সত্তার সাথেই বেয়াদবি করারই নামান্তর আমরা সেই যোগ্যই বা কবে হলাম, আমাদের নীরব নিভৃতির একান্ত গোপনীয়তা আর সম্মিলিত মজলিস কবে এত যোগ্য হয়ে গেল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান সত্তার মুখোমুখি হব?

আল্লাহ তায়ালা হলেন লাতিফ, খালেক, আলিম, সাত্তার, কুল্লা ইওয়াওমিন হুয়া ফি শান তিনি বান্দাদের প্রতি অতি দয়ালু, সকলের স্রষ্টা, সব কিছু জানেন, যা ইচ্ছা গোপন করেন, প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ কার্যে রত। তাঁর শান আমাদের ধারণা শক্তির বহু বহু ঊর্ধ্বে।

السلام عليه ايها النبي و رحمة الله و بركاته

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা”

দুরুদে সালাত শব্দ থাকা আবশ্যক সালামে থাকবে س ل م

দুটি রহস্যান্মোচন