নববী জবানে দুরুদের ফাজায়েল ০৯
নববী জবানে দুরুদের ফাজায়েল ০৯ চেহারায় বিশেষ নূর হজরত আলী রাদি . বলেন , যে ব্যক্তি জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের ওপর একশত বার দুরুদ শরীফ পাঠ করবে সে কেয়ামতের দিন এমনভাবে উঠবে যে তার চেহারায় বিশেষ এক প্রকার নূর চমকাতে থাকবে। ( এ বিশেষ নূর দেখে ) লোকেরা পরস্পরে জিজ্ঞাসা করতে থাকবে “ এই ব্য ক্তি কী আম ল করত ?” [ শুআবুল ঈমান হাদিস নং- ২৭৭ ৪/ মাকতাবাতুর রুশদ , রিয়াদ ] দো য়ায় সালাত শুরুতে মাঝে শেষে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , তোমরা আমাকে আরোহীর পানির পাত্রের ন্যায় বানিও না। আরোহী য খন সফরের নিয়ত করে , নিজের মা লপত্র ঝুলিয়ে ল য় এবং পানির পাত্রে পানি ভরে লয়। পথিমধ্যে অজুর প্রয়োজন হলে ঐ পানি দ্বারা অজু করে। পিপাসা লাগলে পা ন করে। অন্যথায় (অজু বা পান করার প্রয়োজন না হলে - সফর শেষে ঐ পানি) ফেলে দেয়। সুতরাং , তোমরা তোমাদের দো য়া র মাঝেও এবং শুরুতেও এবং শেষেও আমাকে স্মরণ করো। অর্থাৎ দোয়ার শুরুতে মাঝে ও শেষে আমার ওপর সালাত পাঠ করো। [ হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদি./ মুসান্নাফে আ. রাজ্জাক হাদিসনং-৩১১৭/ মা জলি...