পোস্টগুলি

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৯

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৯ চেহারায় বিশেষ নূর হজরত আলী রাদি . বলেন , যে ব্যক্তি জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের ওপর একশত বার দুরুদ শরীফ পাঠ করবে সে কেয়ামতের দিন এমনভাবে উঠবে যে তার চেহারায় বিশেষ এক প্রকার নূর চমকাতে থাকবে। ( এ বিশেষ নূর দেখে ) লোকেরা পরস্পরে জিজ্ঞাসা করতে থাকবে “ এই ব্য ক্তি কী আম ল করত ?” [ শুআবুল ঈমান হাদিস নং- ২৭৭ ৪/ মাকতাবাতুর রুশদ , রিয়াদ ]   দো য়ায় সালাত  শুরুতে মাঝে শেষে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , তোমরা আমাকে আরোহীর পানির পাত্রের ন্যায় বানিও না। আরোহী য খন সফরের নিয়ত করে , নিজের মা লপত্র ঝুলিয়ে ল য় এবং পানির পাত্রে পানি ভরে লয়। পথিমধ্যে অজুর প্রয়োজন হলে ঐ পানি দ্বারা অজু করে। পিপাসা লাগলে পা ন করে। অন্যথায় (অজু বা পান করার প্রয়োজন না হলে - সফর শেষে ঐ পানি) ফেলে দেয়। সুতরাং , তোমরা তোমাদের দো য়া র মাঝেও এবং শুরুতেও এবং শেষেও আমাকে স্মরণ করো। অর্থাৎ দোয়ার শুরুতে মাঝে ও শেষে আমার ওপর সালাত পাঠ করো। [ হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদি./ মুসান্নাফে আ. রাজ্জাক হাদিসনং-৩১১৭/ মা জলি...

নববী জবানে ‍দুরুদের ফাজায়েল ০৮

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৮ উহুদ পরিমাণ সাওয়াব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তায়ালা তার জন্য এক কিরাত সাওয়াব লিখে দিবেন। এক কিরাত হল উহুদ পাহাড় পরিমাণ। [ হজরত আলী রাদি. / মুসান্নাফে আ . রাজ্জাক হাদিস নং - ১৫৩ / আলমাজলিসুল ইলমী আলহিন্দ ] কবরের সাথী আম্মাজান আয়েশা রাদি . ফরমান , রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন , যখন কোন ব্যক্তি আমার প্রতি দুরুদ পাঠায় - একজন ফেরেশতা ঐ দুরুদ নিয়ে আল্লাহ জাল্লা শানুহুর পাক বারেগাহে পেশ করেন। অতঃপর দরবারে এলাহী থেকে ইরশাদ হয় , এই দুরুদকে আমার বান্দার কবরের নিকট নিয়ে যাও। এই দুরুদ তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যা দেখে আমার বান্দার চক্ষু জুড়াবে। অন্তর শীতল হবে। [ ইমাম দাইলামী রহ .- এর মুসনাদুল ফিরদাউস হাদিস নং - ২২৭৩/দারুল কুতুব আলমিসরিয়্যিাহ এবং কানযুল উম্মাল হাদিস নং ২২০১ / রহমানিয়্যাহ , লাহোর ] মজলিসের সৌন্দর্য রসূল...

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৭

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৭ উহুদ পরিমাণ সাওয়ার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তায়ালা তার জন্য এক কিরাত সাওয়াব লিখে দিবেন।  এক কিরাত হল উহুদ পাহাড় পরিমাণ। [ হজরত আলী রাদি. / মুসান্নাফে আ . রাজ্জাক হাদিস নং - ১৫৩ / আলমাজলিসুল ইলমী আলহিন্দ ] কবরের সাথী আম্মাজান আয়েশা রাদি . ফরমান রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ  করেছেন , যখন কোন ব্যক্তি আমার প্রতি দুরুদ পাঠায় - একজন ফেরেশতা ঐ দুরুদ নিয়ে আল্লাহ জাল্লা শানুহুর   পাক বারেগাহে পেশ করেন। অতঃপর দরবারে এলাহী থেকে ইরশাদ হয় , এই দুরুদকে আমার বান্দার কবরের নিকট নিয়ে যাও। এই দুরুদ তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যা দেখে আমার বান্দার চক্ষু জুড়াবে। অন্তর শীতল হবে। [ ইমাম দাইলামী রহ .- এর মুসনাদুল ফিরদাউস হাদিস নং - ২২৭৩/দারুল কুতুব আলমিসরিয়্যিাহ এবং কানযুল উম্মাল হাদিস নং ২২০১ / রহমানিয়্যাহ , লাহোর ] মজলিসের সৌন্দর্য...

মস্ত চিঠির ক্ষুদ্র পত্র

  بسم الله الرحمن الرحيم بسم الله اللهم صل و سلم   علي سيدنا و مولانا محمد و على اله و اصحابه اجمعين আমার এক প্রিয় অনুজ আমাকে লিখেছে- “ ভাইয়া, বাইতুল্লাহ সফরের তাওফিক হচ্ছে আলহামদুলিল্লাহ। ভিসা হয়েছে। আপনার আলোচনা শুনে শুনে হৃদয়ে এ তামান্না সে বহু বছর আগেই জন্ম নিয়েছিলো। হৃদয়ে আশা ছিলো , আপনার সাথে রব যেন সফরসঙ্গী করেন। ভাইয়া , আপনার দোয়া ও নসিহা কামনা করি। বাইতুল্লাহ সফরের জন্য কিছু পাথেয় আমাকে দিয়েন! ” ছোট বেলা থেকেই চিঠি লেখা আমার অন্যতম শখের কাজ। আমার লিখিত বিশেষ বিশেষ চিঠিগুলো একত্র করা গেলে সহিত্যপ্রেমীদের জন্য পছন্দের একটি সংকলন হতো। শুধু নিজের নয় ; অন্যদের চিঠিও লিখতে হয়েছে অনেক। কিন্তু স্নেহের শওকতের উপর্যুক্ত ছোট্ট কিন্তু মস্ত চিঠির উত্তর লেখা এতটাই কঠিন ও অসম্ভব মনে হচ্ছে, ২২ তারিখের চিঠির উত্তর লিখতে বসেছি আজ ২৯/০৯ / ২০২৫ঈ . । এক সপ্তাহ ফিকির করেও শুরুই করতে পারছি না। শূন্য হৃদয়ে বসেছি মালিকে হারামাইন শরীফাইনের দয়ার আশায়। সাহেবে হারামে মুনাওয়ারার সুপারিশের তামান্নায়। প্রিয়! ইহরাম পরে উমরার নিয়ত করার পর থেকে তাওয়াফ শুরুর আগ পর্যন্ত সর্বোত্তম জ...